‘ময়ূর সিংহাসন’ অনেক দূরে: বিএনপিকে কাদের

বিএনপি ক্ষমতায় গেলে সব কিছুর জবাবদিহি নেওয়া হবে- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের পাল্টায় তাদের আশা পূরণ না হওয়ার কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2018, 02:22 PM
Updated : 1 Oct 2018, 02:23 PM

সোমবার বিকালে ঢাকার শান্তিনগর কাঁচাবাজারে নির্বাচনী গণসংযোগে গিয়ে কাদের সাংবাদিকদের বলেন, “ক্ষমতায় গেলে পরে কী হবে? আগে ক্ষমতায় যান। এত সহজ নয়, ক্ষমতার ময়ূর সিংহাসন অনেক দূরে।

“শেখ হাসিনার উন্নয়ন অর্জনের অপ্রতিরুদ্ধ অগ্রযাত্রায় আপনাদের চলার পথে যে কালোছায়া পড়েছে, তাতে বিএনপি সঙ্কটে পড়েছে।”

বিএনপি এখন হুমকি-ধমকি দিয়ে নিজেদের ব্যর্থতাকে ঢাকতে চাইছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

“আমরা পরিষ্কার বলে দিয়েছি। আমরা বিএনপি বা অন্যান্য দলের সঙ্গে সংঘাতে যাব না। আমরা পাল্টাপাল্টি সমাবেশ করব না।”

বিএনপি নেতাদের উদ্দেশে কাদের বলেন, “অচলের হুমকি দিবেন না। এই দেশের মালিক আল্লাহপাক, এরপর জনগণ। জনগণ যতদিন ক্ষমতায় রাখবে, আমরা ততদিন ক্ষমতায় থাকব। কিন্তু জনগণ না চাইলে আমরা একদিনও ক্ষমতায় থাকব না।”

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সতর্কও করে দেন তিনি।

“দলের মনোনয়ন নিতে এত প্রার্থী, তারা কীভাবে দলের মধ্যে অন্য প্রার্থীদের বিরুদ্ধ আচরণ করে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের বিরোধী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে কথা না বলে নিজেদের বিরুদ্ধে কথা বলতে থাকে। চায়ের দোকানে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের বদনাম করে, ঘরের মধ্যে ঘর করে; আর যাই হোক তারা মনোনয়ন পাবে না।”

যারা দলের বিরুদ্ধে কথা বলে, তারা দলের শত্রু বলেও দলের নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।