সময় শেষ বলে স্বৈরাচারী আচরণ: নোমান

‘সময় শেষ হয়ে এসেছে’ বলে আওয়ামী লীগ ‘স্বৈরাচারী পথে হাঁটছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2018, 12:19 PM
Updated : 12 August 2018, 12:19 PM

রোববার এক  মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “এই সরকার তার স্বৈরাচারী কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে, সাধারণ মানুষসহ বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। আইয়ুব খান ও এরশাদ সরকারের মতো বর্তমান সরকারের হাতিয়ারও লাঠি আর টিয়ার গ্যাস।

“শেষ সময়ে এসে সব সরকার স্বৈরাচারী হয়ে যায়। আমরা বলতে চাই, আওয়ামী লীগও এখন সেই পথে হাঁটছে। কারণ তারা বুঝতে পেরেছে তাদের সময় শেষ হয়ে এসেছে।”

আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করেন সাবেক এই মন্ত্রী।

তিনি বলেন, “এই সরকার এখন সংবিধানের কোনো ধারা মানছে না। তারা সংবিধানের রক্ষক হয়ে ভক্ষণ করে জনগণের ওপর নির্যাতন করছে।”

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপর সরকারের দমননীতির সমালোচনা করেন নোমান।

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ‍মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।

সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় মানববন্ধনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ মুক্তিযোদ্ধা দলের নেতারা বক্তব্য রাখেন।