খালেদার মুক্তির দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভের ঘোষণা

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছে বিএনপি।  

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2018, 08:38 AM
Updated : 19 June 2018, 09:39 AM

মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “আগামী ২১ জুন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে ঢাকাসহ জেলা সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।”

তবে গাজীপুর সিটি করপোরেশন এলাকা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানান রিজভী।

ঈদের আগে গত ১৪ জুন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে জেলা বিএনপি।

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার বিষয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, “দেশনেত্রীর শারীরিক অসুস্থতার যাতে যথাযথ চিকিৎসা না হয়, তার জন্য সরকার এমন কোনো ফন্দি নাই যা আঁটছে না। চিকিৎসাকে বিলম্বিত করার জন্য মন্ত্রীদের দিয়ে নানা কাহিনী শোনানো হচ্ছে মানুষকে।

“এখন শুধু কারা কর্তৃপক্ষ নয়, এর সাথে যুক্ত হয়েছে সরকারের বাণিজ্যমন্ত্রী, সেতু ও যোগাযোগমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তারা সম্মিলিত কোরাসে এমন কথা বলছেন, যাতে দেশনেত্রীর বেসরকারি হাসপাতালে চিকিৎসা হলে তাতে মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে।

বার বার কারাবিধির কথা তুলে মন্ত্রীরা খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা নেওয়া ‘গায়ের জোরে’ আটকাতে চাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

“আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। ইউনাইটেড হাসপাতালে তার যথাযথ চিকিৎসা দিতে হবে। নইলে রেট ক্লিয়ারিংয়ের জন্য অনেক বেশি ডেমারেজ দিতে হবে।”

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, এজেডএম জাহিদ হোসেন, সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু ও তাইফুল ইসলাম টিপু এসময় উপস্থিত ছিলেন।