দুর্ঘটনায় আহত বাসদ নেতা মিলু না ফেরার দেশে

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক মাস চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন বাসদ নেতা  জাহেদুল হক মিলু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2018, 09:58 AM
Updated : 13 June 2018, 09:58 AM

কুড়িগ্রামের মিলু বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ছিলেন তিনি।

মিলুর মৃত্যুতে শোক জানিয়েছেন বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। এক শোকবার্তায় তিনি বলেছেন, “তার এই দুঃখজনক প্রয়াণে আমাদের পার্টিতে এবং বাম আন্দোলনে এক অপূরণীয় শূন্যতা ও ক্ষতি হয়ে গেল।”

গত ১৩ মে উলিপুর থেকে কুড়িগ্রামে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন মিলু। প্রথমে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরে রংপুর মেডিকেল কলেজ হয়ে ঢাকায় আনার পর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতোলে ভর্তি করা হয় তাকে। পরে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

বিএসএমএমইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয় বলে খালেকুজ্জামান জানান।

তিনি বলেন, দলের নেতা-কর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য জায়েদুল হক মিলুর মরদেহ বুধবার বিকালে তোপখানা রোডে বাসদ কার্যালয়ের রাখা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে কুড়িগ্রামে।