শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন নয়: সালাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে না দেওয়ার বিষয়ে সমমনা দলগুলো ঐক্যবদ্ধ বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ সালাম।

নিউইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 04:10 AM
Updated : 23 May 2018, 04:10 AM

মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র বিএনপির এক সমাবেশে তিনি একথা বলেন। 

ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য-সচিব সালাম বলেন, “বিএনপি নির্বাচনে যাবে বেগম খালেদা জিয়াকে নিয়েই। এনিয়ে দ্বিধা-দ্বন্দ্বের কোনো অবকাশ নেই। তবে বেগম জিয়া কখনোই সরকারের সাথে আপস করবেন না। কারণ, তিনি আপসহীন নেত্রী।

“খালেদা জিয়াকে জেলে নিলে বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে বলে ভেবেছিল আওয়ামী লীগ। কিন্তু তাদের সে আশার গুঁড়ে বালি। কারণ, বিএনপির সর্বস্তরের ঐক্য এখন যে কোন সময়ের চেয়ে সুসংহত।”

মাদক নিয়ন্ত্রণের কথা বলে সরকার অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ‘ক্রসফায়ারে দিচ্ছে অথবা মামলায় জড়িয়ে জেলে নেওয়ার ফন্দি করছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শামসুজ্জামান জামান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির অন্যতম সহ-সভাপতি সোলায়মান ভুইয়া, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ও যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি রাফেল তালুকদার বক্তব্য দেন।