ইফতারে আড়ম্বর বর্জনের আহ্বান এরশাদের

দেশের পরিস্থিতিকে বিবেচনায় রেখে দলের ইফতার অনুষ্ঠানে আড়ম্বর বর্জন করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2018, 02:33 PM
Updated : 19 May 2018, 02:33 PM

শনিবার রাজধানীর গুলশানে জাতীয় পার্টি ঢাকা উত্তর আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এরশাদ বলেন, “প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখি মৃত মানুষের খবর।

“যে দেশে ইফতার আনতে গিয়ে মানুষ পদদলিত হয়, যাকাত নিতে গিয়ে মানুষ মারা যায়, সেখানে ইফতার আড়ম্বরপূর্ণ করা উচিত নয়। ইফতারে আড়ম্বরতা না থাকলে ভালো হয়।”

তিনি আরো বলেন, “আমাদের মনে রাখতে হবে, এটা (ইফতার) কোনো পলিটিক্যাল মিটিং নয়। দোয়া মাহফিল। এই মাহফিলের উদ্দেশ্য দেশের উন্নয়নের জন্য দোয়া করা; মিয়ানমার, ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়াসহ বিশ্বের যেসব স্থানে মুসলিম ও সাধারণ মানুষ নির্যাতন-নিপীড়ণের শিকার হচ্ছেন তাদের জন্য দোয়া করা।”

ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, সুনীল শুভরায়, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।