গাজীপুর-খুলনায় বিএনপির প্রার্থী হতে ইচ্ছুকদের সাক্ষাৎকার

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীকের প্রার্থী চূড়ান্ত করতে নয়জনের সাক্ষাৎকার নিয়েছে বিএনপির মনোনয়ন বোর্ড।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2018, 06:27 PM
Updated : 9 April 2018, 03:45 PM

দলের দপ্তর  থেকে জানানো হয়েছে, দুই-এক দিনের মধ্যে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

দুটি সিটি করপোরেশনেই বর্তমানে বিএনপি নেতারা মেয়র; খুলনায় মনিরুজ্জামান মনি এবং  গাজীপুরে এম এ মান্নান।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রোববার বিকাল ৫টায় খুলনা এবং সন্ধ্যা ৬টায় গাজীপুর সিটি করপোরেশনে মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়া কারাবন্দি থাকার মধ্যে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত মনোনয়ন বোর্ড এই সাক্ষাৎকার নেন।

বোর্ডে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে ভোট হবে।

তফসিল অনুযায়ী, মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ এপ্রিল; যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।

খুলনার বর্তমান মেয়র মনির পাশাপাশি মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সাধারণ সম্পাদক শফিকুল আলম মনিও ধানের শীষের প্রার্থী হতে সাক্ষাৎকার দেন।

গাজীপুরে বর্তমান মেয়র মান্নানের পাশাপাশি ছয়জন ধানের শীষ প্রতীক চেয়েছেন। তারা হলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসানউদ্দিন সরকার, সালাউদ্দিন সরকার, শরাফত হোসেন, শওকত হোসেন সরকার ও আবদুল সালাম। ছয়জনই সাক্ষাৎকার দেন।

মান্নানের ছেলে এম মনজুরুল করীম রনি বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেও বিদেশে অবস্থানের কারণে সাক্ষাৎকারে অনুপস্থিত ছিলেন তিনি।

২০১৩ সালে ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশ নির্বাচনে বিএনপির  ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান এবং ওই বছরের ১৫ জুন খুলনা সিটি করেপোরেশন নির্বাচনে বিএনপির মনিরুজ্জামান মনি বিজয়ী হয়েছিলেন।