জোট শরিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

খালেদা জিয়ার মুক্তি দাবিতে আন্দোলন এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ২০ দলীয় জোটের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2018, 04:21 PM
Updated : 24 March 2018, 04:21 PM

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার রাতে এই বৈঠক হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ছিলেন।

জোট নেতাদের মধ্যে বিজেপির আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামীর অধ্যাপক আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের মাওলানা এম এ রকীব, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এমএম আমিনুর রহমান, এলডিপির রেদোয়ান আহমেদ, সাহাদাত হোসেন সেলিম, জাগপার খন্দকার লুৎফর রহমান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির দুই অংশের মোস্তাফিজুর রহমান ইরান ও এমদাদুল হক, পিপলস লীগের গরীবে নেওয়াজ, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা মহিউদ্দিন ইকরাম, ডিএল’র সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলেল সাঈদ আহমেদ, এনডিপির মঞ্জুর হোসেন ঈসা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কিছু জানানো হয়নি। তবে বেশ কয়েকজন নেতা জানান, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং খালেদা জিয়ার মুক্তি আন্দোলন নিয়ে আলোচনা করেছেন তারা।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের মুক্তির জন্য আইনি লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দলটি।