কারাবন্দি খালেদাকে বঙ্গবন্ধুর বই পড়ার পরামর্শ মেননের

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা খালেদা জিয়াকে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা পড়ার পরামর্শ দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2018, 08:31 AM
Updated : 17 Feb 2018, 09:37 AM

ক্ষমতাসীন আওয়ামী লীগের জোট শরিক দলটির নেতা শনিবার জাতীয় প্রেসক্লাবে বাস্তহারা লীগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে এই পরামর্শ দেন।

তিনি বলেন, “খালেদা জিয়ার কাছে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা পাঠানো উচিৎ। তাহলে তিনি বুঝতে পারবেন রাজনীতি ও কারাগারের পরিস্থিতি তখন কেমন ছিল।”

বিএনপি চেয়ারপারসন কারাগারে থেকে গৃহকর্মী নিয়ে ‘বাসার সুবিধা‘ ভোগ করছেন বলে মন্তব্য করেন সমাজকলাণমন্ত্রী মেনন।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডের পর খালেদা জিয়াকে ঢাকার নাজিমউদ্দিন সড়কের পুরনো কারাগারে রাখার পর বিএনপি একে ‘নির্জন কারাবাস’ বলছে।

তবে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, খালেদা জিয়াকে কারাগারে প্রাপ্য সুবিধার বেশিই দেওয়া হচ্ছে।

এই মামলায় খালেদা জিয়ার বিচার ‘গায়ের জোরে’ করা হয়েছে বলেও বিএনপির অভিযোগ।

মেনন বলেন, “খালেদা জিয়া তো পাকিস্তানপ্রেমী। সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুর্নীতির দায়ে তার পদ হারিয়েছেন। বিভিন্ন দেশে দুর্নীতির দায়ে নেতাদের বিচার হচ্ছে। দুর্নীতির দায়ে খালেদা জিয়ার বিচার হওয়া ও জেলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়।”

আগামীতে বিএনপি ক্ষমতায় ফিরলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে বলে দেশবাসীকে সতর্ক করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি। 

“বিএনপি ক্ষমতায় এলে দেশে হত্যাযজ্ঞ চালাবে। কারণ সরকার যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার এবং ২১ অগাস্ট গ্রেনেড হামলার বিচারের মধ্য দিয়ে তাদের কলিজায় হাত দিয়েছে।”