তৃণমূল গোছাতে ১৫ ভাগে জেলা-উপজেলায় নামছে আ. লীগ

নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে সংগঠিত করতে ১৫টি দলে ভাগ হয়ে সারা দেশের জেলা-উপজেলায় নামছে আওয়ামী লীগ।

কাজী মোবারক হোসেনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2018, 10:24 AM
Updated : 11 Jan 2018, 10:24 AM

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২৬ জানুয়ারি থেকে দলকে গোছাতে আমরা ১৫টি টিমে জেলা-উপজেলা পর্যায়ে যাচ্ছি।”

তিনি বলেন, “১২ তারিখ থেকে টিমগুলো যাওয়ার কথা থাকলেও বিশ্ব ইজতেমার কারণে আমরা ২৬ তারিখ থেকে যাচ্ছি।”

২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বছরের প্রথম দিনে দল গোছাতে ১০০ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন কাদের। কিন্তু তা ঘোষণাতেই থেকে গেছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘর গোছানোর প্রয়াসের দৃশ্যমান সফলতা দেখা যায়নি, বরং স্থানীয় পর্যায়ে নেতা ও আইনপ্রণেতাদের কোন্দল আরও প্রকাশ্য হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগের সব ধরনের সমস্যা সমাধানে দলের ওয়ার্কং কমিটির সভায় এই টিম গঠনের সিদ্ধান্ত এসেছে বলে জানান ওবায়দুল কাদের।   

তিনি বলেন, “দলের ভেতরে ছোটখাটো সমস্যা থাকতেই পারে। সে কারণে দলকে আধুনিক এবং মাঠ সুসংগঠিত করে শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেব। আমাদের টিম নির্ধারণ করা হয়েছে। প্রত্যেকের সাংগঠনিক এলাকায় তারা টিম ওয়ার্ক করে সমস্যা চিহ্নিত করে সমাধান দেবে।”

তৃণমূলকে সুসংগঠিত করতে এই টিম ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।