ডিএনসিসি উপ-নির্বাচন: ১৩-১৫ জানুয়ারি আ. লীগের ফরম বিতরণ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি ফরম বিতরণের সময় ঠিক করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2018, 08:33 AM
Updated : 10 Jan 2018, 09:22 AM

দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের এই তিনদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলের সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে।

মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার মধ্যে মনোনয়নের আবেদন জমা দিতে হবে।  পরদিন সন্ধ্যায় দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন কমিটির বৈঠকে আবেদনপত্রগুলো যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

প্রয়াত আনিসুল হকের উত্তরসূরি নির্বাচনে আগামী ২৬ ফেব্রুয়ারি ভোট দেবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটাররা।

এই উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আবেদন জমা দেওয়া যাবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। তা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি।

আওয়ামী লীগ থেকে ঢাকা উত্তরের মেয়র পদের প্রার্থিতার জন্য কার্যক্রম চালাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সবুজ সঙ্কেত’ দিয়েছেন বলে সম্প্রতি গণমাধ্যমের কাছে বলেছেন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম।

তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ ক্ষেত্রে দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।