‘শেষ নির্বাচনের’ সামনে এরশাদ

জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়া নিশ্চিত করতে নেতা-কর্মীদের আরও উদ্যমী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 10:23 AM
Updated : 9 Jan 2018, 10:43 AM

আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ সফলে মঙ্গলবার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির এক যৌথসভায় এ আহ্বান জানান তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে নেতা-কর্মীদের সতর্ক করেন এরশাদ। 

“আমার মনে হয় সামনে আবারও একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। আমরা যদি শক্তিশালী হই, তাহলে কিছুই ভয় করি না। আগামী ১৫ ফেব্রুয়ারি আমরা দেখাতে চাই, আমরা শক্তিশালী দল।

“এখন কথা হচ্ছে, আমরা প্রস্তুত কি না? আমরা টাকা-পয়সার কথা চিন্তা করছি না। তোমরাও টাকা পয়সার কথা চিন্তা কর না। আমার জীবনের শেষ নির্বাচন…..জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখে যেতে চাই। তার আগে মরতে চাই না।”

দলের শক্তিমত্তা প্রদর্শনের উপর জোর দিয়ে এরশাদ বলেন, “দুর্বলের সাথে কেউ হাত মেলায় না। আমার ফাইনাল কথা- শক্তি সঞ্চয় করো- হাত এগিয়ে আসবে।

“১৫ ফেব্রুয়ারি। কত লোক দরকার?- ৫ লাখ। এখন তোমরা আমাকে কথা দিয়ে যাও- আগামী ১৫ ফেব্রুয়ারি তোমরা ৫ লাখ লোক জোগাড় করে আনবে। যদি করতে পারো, ক্ষমতায় যাওয়া নিশ্চিত আমাদের জন্য।”

আওয়ামী লীগ ও বিএনপিকে নিয়ে কটাক্ষও করেন ৯০ এর গণআন্দোলনে ক্ষমতাচ্যুত এরশাদ।

তিনি বলেন, “খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা হয়েছে। আমার বিরুদ্ধে হয়েছিল ৪২টি। মানে আরও ৫টা বাকি আছে।”

আওয়ামী লীগ অর্থনৈতিক উন্নতির কথা বললেও মানুষের দুর্দশার লাঘব হয়নি বলে দাবি করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ। 

“অতএব দেশের মানুষের উন্নতির জন্য, শিল্প কলকারখানা সৃষ্টির জন্য আমাদের ক্ষমতায় যেতে হবে।”

তিনি বলেন, “এখন এমন একটা অবস্থা আওয়ামী লীগের কাছে বিএনপি নিরাপদ নয়, বিএনপির কাছে আওয়ামী লীগ নিরাপদ নয়। আমাদের কাছে সবাই নিরাপদ; দেশের মানুষও নিরাপদ।”

সভায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বক্তব্য রাখেন।