নেতাকর্মীদের ‘ফুটানি’ বাদ দিতে বললেন মতিয়া

সরকারের উন্নয়ন নিয়ে ‘ফুটানি’ না করে ভোটের জন্য বিনয়ের সঙ্গে জনগণের কাছে যেতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 03:48 PM
Updated : 12 Dec 2017, 04:12 PM

“আমরা এইটা করছি, ওইটা করছি, হ্যান করছি, ত্যান করছি- এই সব বললে ভোট আসবে না,” বলে সতর্ক করেছেন তিনি।

বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত সভায় একথা বলেন কৃষিমন্ত্রী।

বামপন্থি রাজনীতি করে আসা মতিয়া চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা মানুষের কাছে যাব বিনয়ের সাথে, আমরা ফুটানি দেখায়ে যাব না- এই কথাটা মনে রাখতে হবে।

“আমরা এইটা করছি, ওইটা করছি, হ্যান করছি, ত্যান করছি- এই সব বললে ভোট আসবে না। কথা বলতে হবে বিনয়ের সঙ্গে। কিন্তু যা করেছি দৃঢ়তার সঙ্গে বলব, উই হ্যাভ ডান ইট। কার নেতৃত্বে? জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।”

সভায় বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির উদ্দেশে বলেন, “জনগণের প্রতি যদি আস্থা থাকে নির্বাচনে অংশ নেবেন। আমরা আপনাদের স্বাগত জানাব।”

তবে নির্বাচন নিয়ে কোনো ধরনের ‘ষড়যন্ত্র জনগণ বরদাশত করবে না’ বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, “ উনি নিজেকে তিনবারের প্রধানমন্ত্রী দাবি করেন, তিনি আজকে দুর্নীতির মামলায় আদালতের কাঠগড়ায়। তার দুর্নীতি কিসের? এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, এতিমদের টাকা পর্যন্ত তার হাত থেকে রক্ষা পায়নি।”

বিচারে দোষী প্রমাণিত হওয়ার শঙ্কা থেকে খালেদা জিয়া এই বিচার বিলম্বিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন হানিফ।

বিএনপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “আজকে পনামা পেপার্সে বিএনপি নেত্রী ও তাদের খবর এসেছে। আজকে সৌদি আরবসহ বিভিন্ন দেশে তাদের দুর্নীতির খবর বেরিয়েছে। ওখানে নাকি তারা ১২০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন, শপিং মল তৈরি করেছেন, সেগুলো বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে চলে এসেছে। এখন তারা সেটাকে ঢাকার জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছে।”

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানান মাহবুব উল আলম হানিফ।

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা বক্তব্য দেন।