ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম গ্রেপ্তার

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2017, 07:52 AM
Updated : 17 Nov 2017, 08:32 AM

শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর পল্টন মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পল্টন থানার ওসি মো. মাহমুদুল হক।

ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী জানান, দুপুরে দিকে তারেক রহমানের ৫৩তম জন্মদিন জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য দিয়ে বের হন আকরাম। এর পরপরই পুলিশ পল্টন মোড় থেকে তাকে গ্রেপ্তার করে গাড়িতে তুলে নিয়ে যায়।

ওসি মাহমুদুল বলেন, ছাত্রদল নেতা আকরাম পল্টন থানার দুই মামলায় গ্রেপ্তারের পরোয়ানাভুক্ত আসামি। অন্যান্য থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।

এদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিবৃতি তিনি বলেন, সারা দেশে বিএনপি ও তার অঙ্গ/সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের ধারাবাহিকতায় আকরামকে গ্রেপ্তার করা হয়েছে।

“মূলত বর্তমানে চলমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী তরুণ নেতৃত্বকে ধ্বংস করতেই সরকার ছাত্রদল নেতৃবৃন্দকে গ্রেপ্তার করছে, আর তারই শিকার হল আকরাম।”

বিবৃতিতে ছাত্রদল নেতা আকরামের মুক্তির দাবিও জানান বিএনপি মহাসচিব।