ফখরুলের নাশকতার মামলা স্থগিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দুই বছর আগের একটি নাশকতার মামলার কার্যক্রম স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2017, 01:53 PM
Updated : 23 Oct 2017, 01:53 PM

একইসঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। এ রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করেছে আদালত।

এদিকে পৃথক তিন মামলায় সাইফুল আলম নীরব, সালাহউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুইয়া জুয়েল, মামুন হাসানসহ বিএনপির ১৪ নেতাকর্মীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।

বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ সোমবার পৃথক আদেশে মির্জা ফখরুলের মামলার কার্যক্রম স্থগিত ও বিএনপি নেতাকর্মীদের জামিন মঞ্জুর করেন।

আদালতে বিএনপি নেতাকর্মীদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগির হোসেন লিওন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, “গাড়িতে বোমা মেরে নাশকতা সৃষ্টির অভিযোগে ২০১৫ সালের ৬ জানুয়ারি পল্টন থানায় পুলিশ একটি মামলা করে। এ মামলায় মির্জা ফখরুলকে আসামি করা হয়। এ মামলায় তিনি জামিনে রয়েছেন।”

এছাড়া বিএনপির ১৪ নেতাকর্মীকে মতিঝিল ও শাহজাহনপুর থানায় দায়ের করা তিন মামলায় জামিন দেওয়া হয় বলে জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে গত ১৪ অক্টোবর এসব মামলা করা হয় বলে জানান আইনজীবী সগির হোসেন লিওন।