সুষমাকে তিস্তার কথা বললেন রওশন

তিস্তা নদীর পানি বণ্টন সমস্যার দ্রুত সমাধানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সহযোগিতা চাইলেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 05:26 PM
Updated : 22 Oct 2017, 05:26 PM

রোববার রাতে সোনারগাঁও হোটেলে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন রওশন।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “তিস্তার পানি বণ্টন বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এর দ্রুত সমাধান চেয়েছি। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারত এ বিষয়ে আন্তরিক। তিনি এই সমস্যার সমাধান হবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন।”

আধা ঘণ্টার বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

বৈঠকে রওশন এরশাদের সঙ্গে ছিলেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, সাংসদ নুরে হাসনা লিলি চৌধুরী, ফখরুল ইমাম, এসএম ফয়সল চিশতি ও নুরুল ইসলাম মিলন।