সংসদে এরশাদের দল গৃহপালিত বিরোধী দল: ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2016 07:46 PM BdST Updated: 31 Dec 2016 07:46 PM BdST
বর্তমান সংসদে জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদে বিরোধৗ দলে যারা থাকে তারা সরকারের মন্ত্রী হতে পারেন না।
শনিবার ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বিএনপি এ নেতা বলেন, “কোনো দিন শুনেছেন যে, পার্লামেন্টে বিরোধী দলে যারা থাকেন তারা সরকারের মন্ত্রীও হন? এটা কখনও হতে পারে না। কিন্তু বাংলাদেশে তাই হয়েছে।”
বর্তমান সংসদকে নামমাত্র সংসদ মন্তব্য করে তিনি বলেন, “হুসেইন মুহাম্মদ এরশাদের দলকে সবাই বলে গৃহপালিত বিরোধী দল। সেই গৃহপালিত বিরোধী দলের তিনজন মন্ত্রী এ সরকারে আছে।
“এ দলে থেকে তারা সরকারের বিরুদ্ধে কথা বলে; যখন সরকার মামলা চাপ দেয় তখন আবার তারা সিধা রাস্তায় চলে। এ হচ্ছে পার্লামেন্টে।”
সেখানে জনগণের সমস্যা নিয়ে কোনো আলোচনা হয় না বলেও অভিযোগ করেন তিনি।
ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে
বিএনপির নেতৃবৃন্দসহ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলন করার আহ্বান জানান মির্জা ফখরুল।
সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব আবদুল কাইয়ূম।
আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, শাহেদ কামাল চৌধুরী ডালিম, নুর করিম প্রমুখ।
আলোচনা সভা শেষে সকলের সম্মতির মাধ্যমে ঠাকুরগাঁও সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব।
-
সূচি চূড়ান্ত, এবার নির্বাচন নিয়ে সংলাপে ইসি
-
লোড শেডিং ‘মিউজিয়াম’ থেকে ফিরল কেন: মোশাররফ
-
শুধু ইভিএম নয়, প্রযুক্তিকেই ভয় পায় বিএনপি: তথ্যমন্ত্রী
-
সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
-
চিকিৎসার জন্য আবার ব্যাংকক গেলেন রওশন
-
হাজারটা পদ্মাসেতু করেও লাভ ‘হবে না’: ফখরুল
-
বিএনপির ত্রাণ তহবিলে অনুদান দিলেন ১১ জেলার নেতারা
-
তারা ছিল ‘খাওয়া পার্টি’, দিয়ে যাচ্ছে শুধু আওয়ামী লীগ: শেখ হাসিনা
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ