কাউন্সিলে তারেকের ভিডিওবার্তা

ভিডিও বক্তব্যের মাধ্যমে লন্ডন থেকে দলের কাউন্সিলে যোগ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2016, 12:18 PM
Updated : 21 July 2016, 03:43 AM

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের আগে তারেকের ভিডিও বক্তব্য প্রচার করা হয়।

কালো কোট, খয়েরি ফ্রেমের চশমা পরা তারেকের বক্তব্য যখন বড় পর্দায় দেখানো হচ্ছিল, তখন কাউন্সিলে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে ছিল পিনপতন নীরবতা।

ছেলের বক্তব্য শুনতে মঞ্চে থাকা খালেদা জিয়ার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা চেয়ার ঘুরিয়ে বসেন।

বিএনপির পুনর্নির্বাচিত জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেকের ৩১ মিনিটের বক্তব্য শেষে মুহুর্মুহু করতালিতে ফেটে পড়ে কাউন্সিল অনুষ্ঠান, যাকে দলে ভবিষ্যৎ কাণ্ডারী হিসেবে দেখেন কর্মীরা।

উৎফুল্ল কর্মীরা স্লোগান তোলে- ‘তারেক ভাইয়া আসবে ফিরে, বাংলাদেশ তোমার অপেক্ষায়’।

.

বক্তব্যে সরকারের সমালোচনা, নেতা-কর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন, নিজের পরিবারের উপর নিপীড়নের নানা ঘটনা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ডলার লোপাট হওয়া নিয়ে কথা বলেন।

শেখ হাসিনা হত্যাচেষ্টাসহ অনেক মামলা মাথায় নিয়ে লন্ডনে থাকা তারেক ইতিহাসের মীমাংসিত কিছু বিষয় নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার পর তার বক্তব্য গণমাধ্যমে প্রচার-প্রকাশের উপর আদালতের নিষেধাজ্ঞা আসে। 

ওয়ান-ইলেভেনের সময় গ্রেপ্তার তারেক ২০০৮ সালে মুক্তির পর থেকে সপরিবারে যুক্তরাজ্যে রয়েছেন।

এর আগে ২০০৯ সালের ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলের পঞ্চম কাউন্সিলেও ভিডিও বক্তব্য নিয়ে যুক্ত হয়েছিলেন তারেক।

ওই কাউন্সিলে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক। এবার একই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।