মনের চিকিৎসায় দূর হোক জেন্ডার ভায়োলেন্স

>> মুহাম্মদ হাবিবুর রহমানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2013, 07:55 PM
Updated : 24 Nov 2013, 07:55 PM

১৯৪৭ এ স্বাধীনতার পর ভোটাধিকার, মানবাধিকার ও লিঙ্গভেদে সমঅধিকারের সংগ্রামের সুফল আসতে শুরু করে। নারীদের সমঅধিকারের সপক্ষে জাঁকালো আর গালভরা কিছু আইনি ঘোষণা এলেও তা ঘোষণাই থেকে যায়। এখনও কিছু ধর্মের ধ্বজাধারীদের জোর গলায় বলতে শোনা যায়, ‘নারীরা ন্যায্য পাওনা পেতে পারে, সমঅধিকার নয়’। (পড়তে ক্লিক করুন)