শিশুদের স্কুলে না পাঠানোর বিষয়ে ফাতেমা নামের এক অভিভাবক বলেন, “আমরা রাস্তা-ঘাটে থাকি। বাচ্চাকাচ্চা লেখাপড়া করাতে চাই কিন্তু পারি না। নিজেরাই চলতে পারি না। কামাই করব না খাব না বাচ্চাদের লেখাপড়া করাব? ...
‘জেলা পরিষদ ডাক বাংলো মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউটসের সদ্য নির্বাচিত সভাপতি ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকতা মো. নাজমুল আলম সভার সভাপতিত্ব করেন।’