বাবাকে শ্রদ্ধা জানাতে মোটরসাইকেলে লাদাখে রাহুল গান্ধী

জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন বিলুপ্ত হওয়ার পর এটাই লাদাখে রাহুল গান্ধীর প্রথম সফর।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2023, 08:38 AM
Updated : 20 August 2023, 08:38 AM

বাবা সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৯তম জন্মবার্ষিকীতে শনিবার মোটরসাইকেল চালিয়ে লাদাখের লেহ থেকে প্যানগং হ্রদের পাড়ে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী।

১৯৪৪ সালের ২০ অগাস্ট জন্মগ্রহণ করা রাজীব গান্ধী ভারতের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি জানায়, ইউনিয়ন টেরিটরিতে দুই দিনের সফরে গত বৃহস্পতিবার লেহ পৌঁছান রাহুল। পরে আগামী ২৫ অগাস্ট পর্যন্ত তার এই সফরের মেয়াদ বাড়ানো হয়েছে।

২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন বিলুপ্ত করে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে লাদাখ এবং জম্মু ও কাশ্মীর নামে দুইটি আলাদা ইউনিয়ন টেরিটরি গঠনের পর এই প্রথম লাদাখ গেলেন রাহুল।

এর আগে নিজের ‘ভারত জোড়ো যাত্রা’ এর অংশ হিসেবে এ বছর জানুয়ারিতে জম্মু ও শ্রীনগর সফর করেন রাহুল।