জন্মদিনে বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা বার্তা

বাঙালি তাদের নতুন দেশের স্বপ্ন বাস্তবায়নের চূড়ান্ত ধাপে পা দিয়েছিল ১৯৭১ সালের সাতই মার্চ; ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছিল রাজনীতির মোড়। জটিল সেই সময়ে ১৫ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এলেন ঢাকায়।

>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2020, 04:39 PM
Updated : 16 March 2020, 05:13 PM

১৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ইয়াহিয়ার বৈঠক শুরু হয়। পরদিন ছিল বঙ্গবন্ধুর জন্মদিন।

সেদিন বৈঠকের বাইরে জড়ো হওয়া সাংবাদিকরা বঙ্গবন্ধুকে তার জন্মদিন উপলক্ষে কিছু বলতে অনুরোধ করেন। বৈঠক থেকেই বঙ্গবন্ধু এক টুকরো কাগজে লিখে পাঠান তার জন্মদিনের বার্তা।

সেখানেও ছিল স্বাধীনতার ডাক।

বাংলাদেশের সাত কোটি মানুষের সার্বিক মুক্তির জন্যে আমাদের আজকের এই সংগ্রাম। অধিকার বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। বুলেট বন্দুক বেয়নেট দিয়ে বাংলাদেশের মানুষকে আর স্তব্ধ করা যাবে না। কেননা জনতা আজ ঐক্যবদ্ধ।

লক্ষ্য অর্জনের জন্যে যে কোন ত্যাগ স্বীকারে আমাদের প্রস্তুত থাকতে হবে। ঘরে ঘরে গড়ে তুলতে হবে প্রতিরোধের দুর্গ। আমাদের দাবী ন্যায় সংগত তাই সাফল্য আমাদের সুনিশ্চিত।

জয় বাংলা

শেখ মুজিবুর রহমান, ১৭.৩.৭১

১৯৭১ সালের ১৮ মার্চ দেশের সব পত্রিকার প্রথম পাতায় বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা ওই বার্তা প্রকাশিত হয়।