তার কথামালা কখনো চুম্বক হয়ে টেনেছে বাঙালিকে, মুক্তির সংগ্রামে যুগিয়েছে বজ্রের শক্তি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি, বাণী আর ভাষণগুলো এখনও বাঙালি জাতির চেতনার আলোকবর্তিকা। মুজিববর্ষের বিশেষ আয়োজনে সেইসব অমর বাণী আমরা ফিরিয়ে আনছি ধারাবাহিকভাবে।
Published : 16 Mar 2020, 11:00 PM
একজন মানুষ হিসাবে সমগ্র মানবজাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসাবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালবাসা, অক্ষয় ভালবাসা, যে ভালবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে।
বাংলাদেশের সাত কোটি মানুষের সার্বিক মুক্তির জন্যে আমাদের আজকের এই সংগ্রাম। অধিকার বাস্তবায়িত না হওয়া পযন্ত সংগ্রাম চলবেই। বুলেট, বন্দুক বেয়নেট দিয়ে বাংলাদেশের মানুষকে আর স্তব্ধ করা যাবে না। কেননা জনতা আজ ঐক্যবদ্ধ।
লক্ষ্য অর্জনের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে আমাদের প্রস্তুত থাকতে হবে। ঘরে ঘরে গড়ে তুলতে হবে প্রতিরোধের দুর্গ। আমাদের দাবি ন্যায়সঙ্গত। তাই সাফল্য আমাদের সুনিশ্চিত।