ট্রেন টিকেটের কালোবাজারি বন্ধ হবে তো?

কালোবাজারি বন্ধে আন্তঃনগর ট্রেনের টিকেট কিনতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মসনদ নম্বর দিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করেছে রেলওয়ে। আর ভ্রমণের সময় সেই এনআইডি বা জন্মসনদের ফটোকপি রাখতে হবে যাত্রীকে। টিটিই বা ভ্রাম্যমাণ রেল টিকেট পরীক্ষক যাচাই করতে চাইলে তা দেখাতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2023, 03:22 PM
Updated : 3 March 2023, 03:22 PM