ইছামতি নদীর তীরে শতকের পর শতক জুড়ে নিয়ম করে বছরের নির্দিষ্ট দিনে বসছে মাছের মেলা। বছর ঘুরে বুধবারও বগুড়ার গাবতলীর পোড়াদহে হাজির হয়েছিলেন মাছপ্রেমীরা। নানান মাছ নিয়ে এসেছিলেন জেলে ও শৌখিন মাছ শিকারীরা। ৪০০ বছরেরও বেশি প্রাচীন পোড়াদহের এ মেলা বসে মাঘ মাসের শেষ সপ্তাহের বুধবারে। তবে মাঘের শেষ সপ্তাহ যদি বুধবার না পড়ে তাহলে ফাল্গুনের প্রথম বুধবারে বসে এ মেলা।
Published : 14 Feb 2024, 07:07 PM