রেল ফেরি ঠাঁই নিচ্ছে ইতিহাসে

ব্যবহার নেই বলে ৮৩ বছরের রেল ফেরির ইতি টানতে চায় গাইবান্ধা রেলওয়ের মেরিন বিভাগ। ব্রিটিশ সরকার ১৯৩৮ সালে এই রেল ফেরি চালু করেছিল। গাইবান্ধার ফুলছড়ির তিস্তামুখ থেকে জামালপুরের বাহাদুরাবাদ চলত এই রেল ফেরি। যমুনা নদীর নাব্য সঙ্কটে ২০০০ সাল থেকে ফেরি আর চলছে না। এখন ফুলছড়ির বালাসি ঘাটে ঘাটে পড়ে আছে ফেরিগুলো। ছবি: তাজুল ইসলাম রেজা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2022, 04:52 AM
Updated : 1 Jan 2022, 04:52 AM