বুড়িগঙ্গার তীরে প্লাস্টিকের ছটা

না, এ ফুল নয়; মনি মানিক্যও নয়, বুড়িগঙ্গার তীরে এই রঙের বাহার প্লাস্টিকের। আবর্জনা হিসেবে ফেলে দেওয়া প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাত করার অংশ হিসেবে ধুয়ে শুকানো হচ্ছে কেরানীঞ্জ বেড়িবাঁধের উপরে। এই প্লাস্টিক চলে যাবে কারখানায়, তৈরি হবে নতুন পণ্য। ছবি: মাহমুদ জামান অভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2019, 09:38 AM
Updated : 18 Jan 2019, 09:42 AM