আহ্বায়ক হয়েছেন আবদুল করিম মিঠু, আর মুহাম্মদ সাখাওয়াত হোসাইন মিঠু পেয়েছেন সদস্য সচিবের দায়িত্ব।
Published : 07 Jan 2025, 02:44 PM
চাকরির দেড় দশক বাদে ফোরাম গঠন করলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২৫তম ব্যাচের (স্বাস্থ্য) কর্মকর্তারা।
সোমবার ঢাকার একটি রেস্তোরাঁয় ফোরামের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৫তম বিসিএসের ক্যাডারদের নিয়ে সোমবার ঢাকার একটি রেস্তোরাঁয় সভা বসে। সেখানে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ‘২৫তম বিসিএস স্বাস্থ্য ফোরাম’ গঠনের সিদ্ধান্ত হয়।
এতে নাক-কান-গলা বিষয়ের সহকারী অধ্যাপক আবদুল করিম মিঠুকে আহ্বায়ক এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অ্যাকাডেমিক রেজিস্ট্রার মুহাম্মদ সাখাওয়াত হোসাইন মিঠুকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া নাক-কান-গলার সহযোগী অধ্যাপক নুরুল করিম চৌধুরী প্রথম যুগ্ম আহ্বায়ক এবং ইউরোলজির সহকারী অধ্যাপক শাহরিয়ার মো. কবীর হাসান কোষাধ্যক্ষ নির্বাচিত হন।