মাতৃত্বকালীন ছুটি ৬ মাস

মাতৃত্বকালীন ছুটি দুই মাস বাড়িয়ে ছয় মাস করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2011, 04:32 AM
Updated : 11 Jan 2011, 04:32 AM
ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করেছে সরকার।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমদাদুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
চলতি বছরের ৯ জানুয়ারি প্রজ্ঞাপনটি ইস্যু করা হয়েছে।
বর্তমানে মাতৃত্বকালীন ছুটি চারমাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬২৪ ঘ.