ফাইজারের আরও ১৮ লাখ ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2021 05:56 PM BdST Updated: 24 Nov 2021 05:56 PM BdST
বাংলাদেশকে ফাইজারের তৈরি আরও ১৮ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র।
১২ বছর এবং তার বেশি বয়সীদের টিকাদান কর্মসুচি চালিয়ে যেতে এ ডোজগুলো সহায়ক হবে বলে বুধবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
করোনাভাইরাস মহামারী ঠেকানো লড়াইয়ে প্রাপ্তবয়স্কদের টিকাদান শুরুর আট মাস পর দেশে গত অক্টোবর ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়।
পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এই বয়সী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন উপহার দেওয়া টিকা ২০২১ সালের শেষ নাগাদ টিকা পাওয়ার উপযুক্ত জনসংখ্যার ৪০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
নতুন ১৮ লাখ টিকাসহ বাংলাদেশকে মোট ১ কোটি ৬৮ লাখ টিকা উপহার দেওয়া হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস।
কোভিড-১৯ মোকাবেলায় ২০২২ সালের মধ্যে সারা বিশ্বে বিনামূল্যে ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি পূরণে এ উপহার দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
করোনাভাইরাস মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে জানিয়ে বলা হয়, ইতোমধ্যে দেশের ৬৮ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী নিরাপদে টিকা দেওয়ার প্রশিক্ষণ পেয়েছেন।
এছাড়া স্বাস্থ্যকেন্দ্রে সঠিক নিয়ম মেনে কোভিড-১৯ টিকা সংরক্ষণে সহায়তা দেওয়ার পাশাপাশি দেশজুড়ে টিকা পরিবহনের জন্য ১৮টি কোল্ড-চেইন ফ্রিজার ট্রাক দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা অনুদান এবং সহায়তা ছাড়াও কোভিড-১৯ মোকাবেলায় আরও ১২ কোটি ১০ লাখ ডলার বা এক হাজার ২৮ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
এই সহায়তা কোভিড-১৯ আক্রান্তের চিকিৎসা, পরীক্ষা এবং পর্যবেক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করেছে। রোগী ব্যবস্থাপনা ও সংক্রমণ প্রতিরোধসহ সরবরাহ ব্যবস্থাপনাকেও উন্নত করেছে।
এছাড়া বিশ্বব্যাপী টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম- কোভ্যাক্স কার্যক্রমে যুক্তরাষ্ট্র ৪০০ কোটি ডলার বা ৩৪ হাজার কোটি টাকার অনুদান দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
-
মেরুদণ্ডের রোগ বাড়ছে দুর্ঘটনায়, প্রশিক্ষিত চিকিৎসক তৈরির তাগিদ
-
ডব্লিউএইচওর তথ্যে অমত স্বাস্থ্যমন্ত্রীর
-
শিশুদের ‘রহস্যজনক’ হেপাটাইটিস, কারণ খুঁজছেন বিজ্ঞানীরা
-
ঈদের মধ্যে আইসিডিডিআর,বিতে কমেছে ডায়রিয়া রোগী
-
কোভিড টিকার মেধাস্বত্ব ছাড় নিয়ে একটি ‘ফলাফলে’ পৌঁছনো গেছে: ডব্লিউটিও
-
এবার ডায়রিয়ার এত প্রকোপ কেন? মন্ত্রিসভায় আলোচনা
-
ক্ষতিকর ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণের লক্ষ্য আছে, কিন্তু ব্যবহারকারীরাই ‘জানেন না’
-
গবেষণা নিয়ে প্রশ্ন: স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চায় টিআইবি
-
মেরুদণ্ডের রোগ বাড়ছে দুর্ঘটনায়, প্রশিক্ষিত চিকিৎসক তৈরির তাগিদ
-
কোভিডে ৫ গুণ মৃত্যু: ডব্লিউএইচওর তথ্যে অমত স্বাস্থ্যমন্ত্রীর
-
ঈদের মধ্যে আইসিডিডিআর,বিতে কমেছে ডায়রিয়া রোগী
-
শিশুদের ‘রহস্যজনক’ হেপাটাইটিস, কারণ খুঁজছেন বিজ্ঞানীরা
-
কোভিড টিকার মেধাস্বত্ব ছাড় নিয়ে একটি ‘ফলাফলে’ পৌঁছনো গেছে: ডব্লিউটিও
-
এবার ডায়রিয়ার এত প্রকোপ কেন? মন্ত্রিসভায় আলোচনা
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- বাংলাদেশের ভালো শুরু
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়