ডিএনসিসি কোভিড হাসপাতালে প্রশিক্ষণ দিচ্ছে ইউএসএআইডি

ঢাকার মহাখালীতে সদ্য প্রতিষ্ঠিত কোভিড-১৯ ডেডিকেটেড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) হাসপাতালে মানসম্মত ও কার্যকর সেবা নিশ্চিত করতে ইউএসএআইডির মামনি মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প : ইমার্জেন্সি রেসপন্স টু কোভিড-১৯ এর মাধ্যমে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2021, 01:26 PM
Updated : 4 May 2021, 01:26 PM

প্রকল্পটি বাস্তবায়ন করছে সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশ।

মঙ্গলবার সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম পর্যায়ে প্রশিক্ষণ শুরু হয় ১৪ এপ্রিল, যা ২৯ এপ্রিল পর্যন্ত চালু ছিল। হাসপাতালের প্রায় ১৪০ জন চিকিৎসক ও নার্স চারটি ব্যাচে প্রশিক্ষণ নেন। হাসপাতালের পরিচালক একেএম নাসির উদ্দিন প্রশিক্ষণ অধিবেশন উদ্বোধন করেন। 

বাংলাদেশ লাং ফাউন্ডেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের কম্যুনিকেবল ডিজিস সেন্টার যৌথভাবে প্রতি ব্যাচে ২ জন করে প্রশিক্ষকের মাধ্যমে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ চালিয়ে নিচ্ছেন। 

প্রথম পর্যায়ের প্রশিক্ষণের পর প্রকল্পটি মঙ্গলবার থেকে এর পরবর্তী ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। আরও ছয় ব্যাচের  মাধ্যমে এই হাসপাতালের মোট ৪০০ জন চিকিৎসক এবং নার্সকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পূর্ণভাবে  প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।