কোভিড-১৯: টিকার দ্বিতীয় ডোজ নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2021, 09:18 AM
Updated : 1 April 2021, 09:18 AM

গত ২৮ ফেব্রুয়ারি যারা পরীক্ষামূলকভাবে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, প্রতিমন্ত্রী খালিদ তাদেরই একজন।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি দ্বিতীয় ডোজ নেন বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমুল হক জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, করোনাভাইরাসের গণ টিকাদান শুরু হয়েছিল ৭ ফেব্রুয়ারি, সে হিসাবে দুই মাস পর আগামী ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। তবে তার আগে ২৮ ফেব্রুয়ারি যারা পরীক্ষামূলকভাবে প্রথম ডোজ নিয়েছিলেন, তাদের অনেকে দ্বিতীয় ডোজ নিতে আসছেন।

“তাদের আমরা টিকা দিয়ে দিচ্ছি। তবে জাতীয়ভাবে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে ৮ এপ্রিল। সেদিন থেকে ব্যাপক পরিসরে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।”

বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। এ টিকার দুটি করে ডোজ নিতে হবে সবাইকে।

গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক অনুষ্ঠানে বাংলাদেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেদিন প্রথম টিকা নেন সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। ওইদিন ২৬ জনকে টিকা দেওয়া হয়।

পরদিন ২৮ জানুয়ারি ঢাকার পাঁচ হাসপাতালে ৫৪১ জনকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের সবার অবস্থা পর্যবেক্ষণ করার পর ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণ টিকাদান শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত সারাদেশে প্রায় ৫৩ লাখ ৭০ হাজার মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।