কয়েক মিনিটে করোনাভাইরাস পরীক্ষার কিট যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে ১৫ মিনিটেরও কম সময়ের মধ্যে নভেল করোনাভাইরাস পরীক্ষার ফল পাওয়ার একটি টেস্ট কিটের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2020, 03:52 PM
Updated : 28 March 2020, 03:52 PM

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ জরুরি ব্যবহারের জন্য এই পরীক্ষা পদ্ধতির অনুমোদন দিয়েছে বলে শুক্রবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এই কিট নির্মাতা অ্যাবোট ল্যাবোরেটোরিজ বলছে, আগামী সপ্তাহ থেকে দিনে ৫০ হাজার পরীক্ষার ব্যবস্থা তারা করতে পারবে বলে আশা করছে।

নভেল করোনাভাইরাস পরীক্ষায় বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন দেশে যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে সেই পিসিআর (পলিমেরেজ চেইন রিঅ্যাকশন) টেস্টের মতোই এই টেস্টেও মানুষের নমুনায় ওই ভাইরাসের জিন খোঁজা হবে।

যে যন্ত্রের সাহায্যে এই পরীক্ষা করা হবে তার ওজন তিন কেজির (৭ পাউন্ডের কম) মতো হবে বলে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে।

যেখানেই টেস্ট করা জরুরি হয়ে পড়বে, সেখানেই এটা বসিয়ে টেস্ট করা যাবে বলে জানিয়েছে তারা।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার আরেকটি দ্রুত সময়ের টেস্টের অনুমোদন দেয়, যাতে মাত্র ৪৫ মিনিটের ফল চলে আসবে।

এখন যে সব টেস্ট চলছে তার প্রায় সবগুলোতেই করোনাভাইরাস পজিটিভ না নেগেটিভ সেই ফল আসতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত লাগছে।