শিশুদের হৃদরোগ নিয়ে অ্যাপোলো হাসপাতালের সেমিনার

অ্যাপোলো হাসপাতালে শিশুদের হৃদরোগের চিকিৎসা ও সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2020, 03:19 PM
Updated : 27 Feb 2020, 03:19 PM

বুধবার রাজধানীর বনানী ক্লাবে হাসপাতালটির পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ সেমিনারটির আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অ্যাপোলো হাসপাতালের ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের চিকিৎসক তাহেরা নাজরীন বলেন, পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি বিশেষ প্যাকেজ সরবরাহ করছে।

হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা রত্নদ্বীপ চাস্কার, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট শাহাবুদ্দিন তালুকদার, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন এবং সেন্টার ফর ওম্যান অ্যান্ড চাইল্ডের অ্যাকাডেমিক ডিরেক্টর অ্যান্ড হেড অব পেডিয়াট্রিকস অধ্যাপক সুফিয়া খাতুন, অভিনেতা আফজাল হোসেন, বিএএসআইএসয়ের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।