ক্যান্সার থেকে বেঁচে যাওয়াদের ‘হৃদরোগের ঝুঁকি বেশি’

ক্যান্সারের সঙ্গে লড়াই করে জিতে যাওয়া মানুষদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রবল।

>>রয়টার্স
Published : 25 Nov 2019, 07:28 PM
Updated : 25 Nov 2019, 07:28 PM

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ জন ক্যান্সার আক্রান্তের একজনের বেশি রোগী হৃদরোগ এবং রক্তনালীর জটিলতায় আক্রান্ত হয়ে মারা যান।

এ গবেষণার জন্য ‘ইউরোপিয়ান হার্ট জার্নাল’ এর একদল গবেষক ৪০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ৩০ লাখের বেশি রোগীর উপর গবেষণা চালিয়েছেন, যারা ২৮টি ভিন্ন ভিন্ন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

গবেষকরা বলেন, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে বেঁচে ফেরা মানুষের সংখ্যা বাড়া মানেই তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির দিকে বেশি মনোযোগ দিতে হবে।

এজন্য চিকিৎসকদের আরো বেশি সচেতন হওয়া উচিত এবং রোগীদের আরো নিয়মিত নজরদারিতে রাখতে হবে।

গবেষণায় যে ৩২ লাখের বেশি ক্যান্সার রোগী অংশ নিয়েছেন, তাদের ৩৮ শতাংশের মৃত্যুর কারণ ক্যান্সার এবং ১১ শতাংশ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।