ঢাকায় ব্লাড-ক্যান্সার বিষেশজ্ঞদের সভা

ব্লাড ক্যান্সরের চিকিৎসার সর্বশেষ তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করতে বিশেষজ্ঞদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2019, 03:18 PM
Updated : 29 June 2019, 03:18 PM

শুক্রবার রোশ বাংলাদেশের উদ্যোগে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় ‘হেমাটোলজি এক্সপার্ট মিটিং’ অনুষ্ঠিত হয়।

সভায় মরণঘাতি রক্ত ক্যান্সার রোগ, নন হজকিন’স লিম্ফোমা এবং এক্স-লিঙ্কড রোগ হেমোফিলিয়া এ সম্পর্কিত নতুন তথ্য ও এর প্রতিকার সম্পর্কে এবং বাংলাদেশে এই চিকিৎসা সহজলভ্য করার বিষয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারপার্সন ডাক্তার এম এ আজিজ বলেন, “রক্তরোগ বিষয়ে এধরনের আয়োজন নিঃসন্দেহে বাংলাদেশের রোগীদের উপকৃত করবে, গবেষণার সর্বশেষ ফলাফল, নতুন উদ্ভাবন এবং বিভিন্ন বেস্ট প্র্যাক্টিস দেশের বিশেষজ্ঞদের মাঝে পরিচিতকরণের মাধ্যমে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে।“

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “রোগীদের কল্যাণে চিকিৎসাসেবার সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যথাযথ সমন্বয় এবং রোগীর চাহিদাকে প্রাধান্য দেওয়ার মাধ্যমেই কাংখিত ফলাফল অর্জন সম্ভব এবং এক্ষেত্রে বেসরকারি খাতকেও উদ্যোগী হতে হবে। রোশ এর এধরনের কার্যক্রমসমূহকে নিয়মিত আকারে চালু রাখতে হবে।”