ভালসারটান ওষুধ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

বাংলাদেশের বাজারে যে সব ওষুধে ভালসারটান রয়েছে, সেসব ওষুধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2018, 03:47 PM
Updated : 22 July 2018, 03:47 PM

উচ্চ রক্তচাপ ও হার্ট ফেইলিয়রের চিকিৎসার বিভিন্ন ওষুধে ভালসারটান উপাদানটি ব্যবহৃত হয়।

এটি ক্যান্সারের ঝুঁকি তৈরি করে বলে গণমাধ্যমে খবর আসার পরিপ্রেক্ষিতে রোববার সচিবালয়ে এক সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী এই নির্দেশ দেন।

এই ওষুধের জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেন অন্য কোনো ওষুধে না ব্যবহার করা হয়, সেদিকে সতর্ক থাকার জন্য সব ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

পাশাপাশি ভালসারটান ওষুধ ব্যবহার না করার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে একটি বিশেষজ্ঞ প্যানেল দ্বারা যাচাই বাছাই করে মতামতসহ গণমাধ্যমে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিতেও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।