পতাকা ‘উল্টো ধরে’ সমালোচনায় নোরা ফাতেহি

অনেকেই বলছেন, ভারতকে সম্মান দেখাতে গিয়ে উল্টো ‘নাম ডুবিয়েছেন’ নোরা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2022, 04:03 PM
Updated : 2 Dec 2022, 04:03 PM

কাতার ফুটবল বিশ্বকাপের ফ্যান ফেস্টে নাচের ছন্দে সবাইকে মুগ্ধ করলেও ‘সোশাল মিডিয়ায়’ সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি।

মঙ্গলবার দোহার আল বিদা পার্কে ওই অনুষ্ঠানে কয়েকজন বিশ্বখ্যাত শিল্পীর সঙ্গে ঘণ্টাব্যাপী নৃত্য পরিবেশন করেন নোরা।

নাচের মধ্যেই ভারতের তেরঙা পতাকা উল্টো করে ধরার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আর সেটাই সমালোচনার কারণ।

পতাকা হাতে নোরার দেওয়া 'জয় হিন্দ' স্লোগান প্রশংসা কুড়ালেও অনেকেই বলছেন, দেশকে সম্মান দেখাতে গিয়ে উল্টো ‘নাম ডুবিয়েছেন’ তিনি।

টাইমস অব ইনডিয়া লিখেছে, ভারতের জাতীয় পতাকা উল্টো করে ধরায় বিদ্রুপের মুখে পড়তে হচ্ছে নোরা ফাতেহিকে। নেটিজেনদের কেউ কেউ একে ‘দেশের অপমান’ বলেছেন।

নাচের এক পর্যায়ে ঝলমলে পোশাকে মঞ্চের একেবারে সামনে চলে আসেন এই শিল্পী। তখন ভারতের পতাকা হাতে নিয়ে ঢেউ খেলাচ্ছিলেন তিনি। কিছুটা সময় গেরুয়া রঙটিকে নিচের দিকে দেখা যায়।

ফিফা বিশ্বকাপের অনুষ্ঠানে বলিউডের কোনো তারকা পারফর্ম করার আমন্ত্রণ পেয়েছেন এই প্রথম। ফলে সেই অনুষ্ঠান দেখার জন্য ভারতীয়রা মুখিয়ে ছিলেন। কিন্তু পতাকা উল্টো করে ধরে এখন সোশাল মিডিয়ায় ট্রলের শিকার হচ্ছেন নোরা।

ভিডিওটি শেয়ার করে একজন লিখেছেন, “লজ্জা হওয়া উচিত। ক্ষমা চান নোরা।”

আরেক সমালোচক লিখেছেন, “নোরা ফতেহি, আমি আপনার বড় ভক্ত। কিন্তু এই দৃশ্য দেখার পর কষ্ট পেলাম। শেষে দেশের অবমাননা করলেন?”

তবে এটা যে নোরা ইচ্ছে করে করেননি, তা মনে করিয়ে দিয়ে আরেকজন একটু নরম সুরে বলছেন, “ওকে ক্ষমা করে দাও। জয় হিন্দ।”

আরও পড়ুন

Also Read: নোরার সঙ্গে নাচল কাতার