‘বাঘা যতীন’ চরিত্রে আর কাকে পছন্দ দেবের?

দুর্গাপূজার আগে আগামী ১৯ অক্টোবর বাংলা ভাষায় মুক্তি পাবে দেবের ‘বাঘা যতীন’।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2024, 12:41 PM
Updated : 9 Feb 2024, 12:41 PM

ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি পরিচিত বাঘা যতীন নামে, তার চরিত্রে পর্দায় আসছেন কলকাতার নায়ক দীপক অধিকারী দেব। তবে নিজেকে ছাড়া এই বিশেষ চরিত্রের জন্য পছন্দের এক অভিনেতার নাম জানিয়েছেন তিনি।

দেবের কাছে কলকাতার আনন্দবাজার অনলাইনের প্রশ্ন ছিল, তিনি যদি অভিনয় না করতেন, তাহলে ‘বাঘা যতীন’ চরিত্রের জন্য তার পছন্দের অভিনেতা কে?

এই চরিত্রে দেব ভোট দেন কলকাতার বাংলা সিনেমার নায়ক জিৎকে।

দেব বলেন, “আমি তাহলে জিৎদাকে বলতাম এই চরিত্রে অভিনয় করার জন্য। আমি ছাড়া জিৎদাই মনে হয় এমন চরিত্রে অভিনয় করতে পারত।’’

দুর্গাপূজার আগে আগামী ১৯ অক্টোবর বাংলা ভাষায় মুক্তি পাবে দেবের ‘বাঘা যতীন’।  পরদিন ২০ তারিখ দেশের বিভিন্ন প্রান্তে হিন্দিতে মুক্তি পাবে সিনেমাটি।

এই সিনেমার প্রচারকাজও শুরু করেছেন দেব ও অনান্য অভিনয়শিল্পীরা। শনিবার প্রকাশ হয়েছে সিনেমার টিজার। আর এর আগে দেব এবং তার সহশিল্পীদের লুক প্রকাশ হয় সোশ্যাল মিডিয়ায়। যে লুক দারুণ প্রশংসা পায়।

দেব বাণিজ্যিক ধারার সিনেমার পাশাপাশি ইতিহাসনির্ভর ছবিতেও কাজে আগ্রহী হন কয়েক বছর আগে।

এর আগে নির্মাতা ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ সিনেমায় ভারতীয় ফুটবলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছিলেন দেব। সংবাদসূত্র: আনন্দবাজার

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)