ওয়ার্ল্ড পাপেট কার্নিভালে বাংলাদেশ

ইন্দোনেশিয়ার জাকার্তায় ১ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড পাপেট কার্নিভালে শিল্পকলা একাডেমীর পাপেট থিয়েটার দল বাংলাদেশের ঐতিহ্যবাহী পুতুলনাট্য নিয়ে অংশ নিচ্ছে। বিশ্বের ৫০ দেশ এই সর্ববৃহৎ পাপেট কার্নিভালে অংশ নিচ্ছে।

রাশেদ শাওনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2013, 12:51 PM
Updated : 26 August 2013, 12:51 PM

বাংলাদেশ শিল্পকলা একাডেমী জনসংযোগ শাখা থেকে এস. এম. সালাউদ্দিন জানিয়েছেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী পুতুলনাট্যকে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপনের উদ্দেশে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ‘বাংলাদেশের গল্প শিরোনামে’ ঐতিহ্যবাহী পুতুলনাট্য প্রযোজনা নির্মাণ করেছে।

তিনি আরও জানিয়েছেন, ১ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি গ্র্যান্ড প্যারেডের মাধ্যমে এই কার্নিভাল উদ্বোধন করবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ১০ সদস্যবিশিষ্ট এই পুতুলনাট্য দলটির নেতৃত্ব দেবেন একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং অন্যতম সদস্য ড. রশীদ হারুন এবং একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ।