দুরন্ত টিভিতে বাংলায় ‘এলা বেলা বিঙ্গো’

বন্ধুত্বের চমৎকার গল্প নিয়ে অ্যানিমেশন চলচ্চিত্র ‘এলা বেলা বিঙ্গো’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2022, 07:42 AM
Updated : 17 August 2022, 07:42 AM

দেশের একমাত্র শিশুতোষ টেলিভিশন স্টেশন দুরন্ত টিভিতে অ্যানিমেশন চলচ্চিত্র এলা বেলা বিঙ্গোর বাংলা প্রিমিয়ার হতে যাচ্ছে।

বন্ধুত্বের চমৎকার গল্প নিয়ে ভাষান্তরিত সিনেমাটি শুক্রবার বিকাল ৩টায় প্রচারিত হবে বলে দুরন্ত টিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিনেমায় এলা বেলা ও হেনরি খুব ভালো বন্ধু, তারা একসঙ্গে একটি সার্কাস বানানোর পরিকল্পনা করে। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে যায় যখন শহর থেকে জনি নামের আরেকজন আসে।

এলা বেলা ও হেনরির সার্কাস পরিকল্পনা নিয়ে পরিহাস করে জনি। তার কাছে রয়েছে সব আধুনিক খেলনা। আর আধুনিক সেই খেলনা দিয়ে খেলতে চায় হেনরি।

এভাবে হেনরি ও জনি ভালো বন্ধু হয়ে ওঠে, তখন এলা ঈর্ষান্বিত হয়। যখন এলা হেনরিকে দুই বন্ধুর মধ্য থেকে একজনকে বেছে নিতে বলে, তখন হেনরি কারও অনুভূতিতে আঘাত না দিয়ে পালিয়ে যায়।

এদিকে হেনরিকে খুঁজতে জনির সঙ্গে সাইকেল রাইড টিমে অংশগ্রহণ করে এলা। সারা পথ সাইকেল আ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে তাদের বন্ধুত্বের নতুন দিক উন্মোচিত হয় এবং একসময় হেনরিকে খুঁজে বের করে।

এক ঘণ্টা ১৫ মিনিটের নরওয়েজিয়ান অ্যানিমেটেড সিনেমাটির পরিচালক অ্যাটলি সোলবার্গ ব্লাকসেইথ এবং ফ্রান্ক মসভোল্ড। সিনেমাটি ২০২০ সালে নরওয়েতে মুক্তি পায়।