সিনেমাটি হবে প্রতিরক্ষা বাহিনীর গল্প নিয়ে, তবে নাম এখনও প্রকাশ করা হয়নি।
Published : 18 Nov 2022, 07:31 PM
করণ জোহর প্রযোজিত সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হবে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানের।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী বছর শুটিং শুরুর ঘোষণা দেওয়া হলেও সিনেমাটির নাম এখনও প্রকাশ করা হয়নি।
প্রতিরক্ষা বাহিনীর গল্প নির্ভর সিনেমাটি বোমান ইরানির ছেলে কায়োজ পরিচালনা করবেন বলে গুঞ্জন রয়েছে।
অভিনয়ের পাশাপাশি ইতোমধ্যে পরিচালনাতেও হাত দিয়েছেন সাইফ-অমৃতার ছেল ইব্রাহিম।
আনন্দবাজার পত্রিকা জানায়, মুম্বাইয়ের ধীরুভাই অম্বানি স্কুলে পড়াশুনা করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড যান ইব্রাহিম। সেখান থেকে ফিরে অভিনয়ের পাশাপাশি পরিচালনায় মন দেন।
২১ বছর বয়সী ইব্রাহিম করণ জোহরের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’তে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন।
সাইফ আলী খানের মেয়ে সারাহ আলী খান ২০১৮ সালে 'কেদারনাথ' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেনে। এছাড়া 'লাভ আজকাল', 'সিম্বা', 'লাভ আজকাল ২' ও 'আতরঙ্গি রে'-তেও অভিনয় করেছেন তিনি।