রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে আগামী ২০-২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
আর এই উৎসবে যোগ দেবেন ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক মাজিদ মাজিদি, ভারতের নন্দিত অভিনেতা, গায়ক অঞ্জন দত্ত এবং চীনের চলচ্চিত্র শিক্ষক শি চুয়ান।
পৃথক তিনটি মাস্টার ক্লাস করাবেন তারা। এই মাস্টারক্লাস সঞ্চালনা করবেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।
আগামী ২৭ জানুয়ারি বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে অনুষ্ঠিত হবে মাস্টারক্লাস।
ওই দিন সকাল ১১টায় মাস্টার ক্লাসে থাকবেন শি চুয়ান, দুপুর আড়াইটায় থাকবেন মাজিদ মাজিদি এবং বিকেল ৫টায় থাকবেন অঞ্জন দত্ত।
উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাস্টারক্লাসে উপস্থিত থাকতে চাইলে নিবন্ধন করা বাধ্যতামূলক। ১ ডিসেম্বর থেকে নিবন্ধন শুরু হবে। আসন সংখ্যা অনুযায়ী আগে যারা নিবন্ধন করবেন, তারা কেবল এই মাস্টারক্লাসে থাকার সুযোগ পাবেন। শিক্ষার্থীরাও নিবন্ধন করে অংশ নেয়ার সুযোগ পাবে।"
এই চলচ্চিত্র উৎসবের বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানানো হবে বলেও জানান তিনি।