কান উৎসবে এবার পেখম খুলল আফ্রিকা

আফ্রিকার এত সিনেমা এর আগে কখনও কানে আসেনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2023, 08:25 AM
Updated : 23 May 2023, 08:25 AM

কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরটি আফ্রিকার সিনেমার জন্য একটি ঐতিহাসিক বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এবারের আসরে এই মহাদেশের এত বেশি সিনেমা ও নির্মাতারা রয়েছে, যা আগে কখনোই হয়নি।

সিএনএন লিখেছে, তিউনিসিয়া, সেনেগাল, আলজেরিয়া, মরক্কো, সুদান ও ক্যামেরুনের মতো দেশের সিনেমা প্রদর্শনের পাশাপাশি মালির চলচ্চিত্র নির্মাতা ও লেখক সুলেইমানে সিসের মতো ব্যক্তিত্বকে স্বীকৃতি জানানো হয়েছে এবারের উৎসবে।

বুধবার সুইলেইমানে সিসেকে চলচ্চিত্রে অবদানের জন্য এ বছরের কারোসে দ’অর পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে।

এ বছরের কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দ’অরের জন্য যে সিনেমাগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে একটি ফরাসি-সেনেগালি পরিচালক রামাতা-তোলায়ে সি নির্মিত ‘বানেল অ্যান্ড আদামা’। এটা রামাতা-তোলায়ের প্রথম চলচ্চিত্র।

গত শনিবার কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রথম প্রদর্শন করা হয় ‘বানেল অ্যান্ড আদামা’ এবং এই সিনেমাটি একটি সারপ্রাইজ হিসেবে পাম দ’অরের জন্য নির্বাচিত হয়েছে।

রামাতা-তোলায়ে সি কান আসরে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমার কাছে, আফ্রিকার গল্প বলা অনেক বেশি গুরুত্ব রাখে, কারণ এই মহাদেশকে এখনকার তুলনায় আরও বেশি দেখা ও স্বীকৃতি দেওয়া উচিৎ, আরও বেশি সার্বজনীন ও ভিন্নধর্মী গল্পের মাধ্যমে - শুধু মহাদেশটি কত গরিব, কতটা যুদ্ধ-বিধ্বস্ত, সন্ত্রাস কবলিত - সেগুলো বলে নয়।”

তিনি বলেন, “কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে-তে নিজের সিনেমার প্রিমিয়ার যেন একটি স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার মতো ঘটনা।”

এবারের কান উৎসবে জায়গা পাওয়া আফ্রিকার চলচ্চিত্রগুলোর মধ্যে আছে -

  • ফরাসি-সেনেগালি নির্মাতা রামাতা-তোলায়ে সি নির্মিত ‘বানেল অ্যান্ড আদামা’

  • ফরাসি-আলজেরীয় নির্মাতা এলিয়াস বেলকেদারের ‘ওমর লা ফ্রাসি’

  • তিউনিশিয়ার নির্মাতা কাথর বেন হানিয়ার ‘লেস ফিলেস দি ওলফা’ (ফোর ডটারস)

  • ব্রাজিলীয়-আলজেরীয় নির্মাতা কারিম আইনোজ নির্মিত ‘ফায়ারব্র্যান্ড’

  • মরক্কোর ফাউজি বেনসাইদি নির্মিত ‘দেসার্তস’

  • ফরাসি-আলজেরীয় নির্মাতা মোনা আচাচের ‘লিটল গার্ল ব্লু’

  • মরক্কোর কামাল লাজরাক নির্মিত ‘লেস মুয়েতেস’ (দ্য হাউনডস)

  • মরক্কোর নির্মাতা আসমায়ে এল মোদির নির্মিত ‘কাদিব আবইয়াদ’ (দ্য মাদার অব অল লাইজ)

  • সুদানের নির্মাতা মোহামেদ কোরদোফানি নির্মিত ‘গুডবাই জুলিয়া’

  • ক্যামেরুনের নির্মাতা রোসিনে এমবাকাম নির্মিত ‘মামবার পিয়েরেত্তে’

এছাড়া এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন ব্রিটিশ-জাম্বিয়ান পরিচালক রুনগানো নিওনি এবং মরক্কোর পরিচালক ও অভিনয় শিল্পী মরিয়ম তোজানি।