অঞ্জনের নতুন 'ব্যোমকেশ'
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2015 02:01 PM BdST Updated: 15 Oct 2015 02:01 PM BdST
আবির চট্টোপাধ্যায় চলে যাওয়ায় ‘ব্যোমকেশ’ সিরিজের সমাপ্তি টানার কথাই ভাবছিলেন অঞ্জন দত্ত। কিন্তু শ্বাশত চট্টোপাধ্যায় ও উষসী চক্রবর্তীর জন্যই খেললেন শেষ দানটি।
ভারতীয় বাংলা দৈনিক আজকালকে অঞ্জন বলেন, “প্রথমে এমনটাই ভেবেছিলাম। কিন্তু পরে দেখলাম আবির আমায় ছেড়ে গেলেও শাশ্বত আমায় ছাড়তে রাজি নয়। ছাড়তে রাজি নয় উষসীও। কাজেই ভেবে দেখলাম, দেখাই যাক নতুন ব্যোমকেশ কে হতে পারে।”
অঞ্জনের এবারের ‘ব্যোমকেশ’ যিশু সেনগুপ্ত। যিশু বলেন, “খুব ইচ্ছা ছিল ব্যোমকেশ চরিত্রে অভিনয় করার। কানাঘুষোয় শুনেছিলাম আবির হয়তো আর ব্যোমকেশ নাও করতে পারে। তাই একদিন অঞ্জনদাকে বলেই ফেলেছিলাম, যদি নতুন কোনো ব্যোমকেশ প্রয়োজন হয় প্লিজ আমার কথাটা ভেবো। দরকার হলে ধুতি পাঞ্জাবী পরে অডিশন দিতেও রাজি আছি।”

ব্যোমকেশ বদলে গেলেও, অজিত চরিত্রে শ্বাশত চট্টোপাধ্যায় ও সত্যবতী চরিত্রে উষসী চক্রবর্তী বহাল আছেন।
অঞ্জনের মতে, "পালটাবার কোনো প্রশ্নই আসে না। আমার ব্যোমকেশ ছবিতে অজিতের একটা নিজস্ব জায়গা হয়ে গেছে। এবং সেটা হয়েছে শাশ্বতর অভিনয়ের গুনেই।”
সিনেমাটি মুক্তি পাবে ১৬ অক্টোবর।
এর আগে ‘ব্যোমকেশ বক্সী’ (২০১০), ‘আবার ব্যোমকেশ’ (২০১২), ‘ব্যোমকেশ ফিরে এলো’ (২০১৪) নামের তিনটি সিনেমা নির্মাণ করেন অঞ্জন দত্ত।
-
মামলা তুলে নিল নগরবাউল ও মাইলস
-
মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে শিরোনামহীনের কনসার্ট পেছাল
-
‘মুজিব’ সিনেমার সংলাপ লেখা হল কীভাবে, জানালেন সাধনা
-
‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
-
এটা অফিশিয়াল ট্রেইলারই: হাছান মাহমুদ
-
কাজী নজরুল ইসলামের ‘অগ্নিগিরি’ অবলম্বনে নাটক
-
ঢাকায় আসছে টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’
-
কৌতুক অভিনেতা আহসান আলীর মৃত্যু
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার