সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীর মৃত্যু নিয়ে মুখ খোলেন বনি।
Published : 21 Oct 2023, 12:59 PM
একটি মৃত্যু, প্রশ্ন অনেক! ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মারা যান বলিউড অভিনেত্রী শ্রীদেবী। প্রথমে হার্ট অ্যাটাকে মৃত্যুর খবর মিললেও পরে জানা যায়, দুবাইয়ের এক হোটেলে গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে ডুবে মারা গেছেন তিনি।
শ্রীদেবীর এই অকাল মৃত্যু মেনে নিতে পারেনি তার পরিবার ও ভক্ত-অনুরাগীদের কেউই। সবার দাবি ছিল একটাই, শ্রীদেবীর মৃত্যু রহস্য উদ্ঘাটন করা হোক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীদেবীর মৃত্যু নিয়ে মুখ খুললেন তার স্বামী বনি কাপুর।
প্রযোজক জানালেন, অতিরিক্ত ডায়েটের কারণে অজ্ঞান হয়ে শ্রীদেবী মারা গেছেন। কারণ তিনি নিজের শারীরিক সৌন্দর্য ধরে রাখতে প্রায়ই না খেয়ে থাকতেন।
বনির দাবি, এই মৃত্যু প্রাকৃতিক কারণে নয় বরং দুর্ঘটনাবশত ঘটেছে।
বনির ভাষ্যে, “শ্রীদেবী মারা যাওয়ার আগে শক্ত ডায়েট প্ল্যান মেনে চলছিল। সিনেমায় ওর ভূমিকার জন্য ভালো দেখতে চেয়েছিল বলে প্রায়ই সে ঠিকমতো খেত না। এমনকি আমাদের বিয়ের সময়ও বেশ কয়েকবার সে জ্ঞান হারায়। ডাক্তার সে সময় বলেছিলেন, নিম্ন রক্তচাপের কারণেই এমনটা ঘটেছে।”
আগে কেন এ বিষয়ে কখনো খোলামেলা কথা বলেননি তার ব্যাখ্যা দিতে গিয়ে বনি বলেন, “তদন্ত ও জিজ্ঞাসাবাদের প্রথম ৪৮ ঘণ্টায় এ নিয়ে প্রচুর কথা বলেছি। তাই নতুন করে কিছু বলার প্রয়োজনবোধ করিনি।”
বনি আরও জানান, সে সময় একজন পুলিশ কর্মকর্তা তাকে আশ্বস্ত করেছিলেন, যেহেতু মিডিয়া অভিনেত্রীর মৃত্যুর প্রতি এতটা মনোযোগ দিচ্ছে, তাই গুরুত্বের সাথেই পুরো বিষয়টি তদন্ত করবেন তারা। এমনকি ‘মিথ্যা নির্ধারক’ পরীক্ষাসহ বিভিন্ন তদন্ত করার পরে তারা নিশ্চিত করেছিলেন, শ্রীদেবীর মৃত্যু দুর্ঘটনাজনিত, এতে কোনো ষড়যন্ত্র নেই।
১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্রীদেবী। বিয়ের কথা শুরুতে গোপনই করে রেখেছিলেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা হওয়ার পর বিয়ের কথা ঘোষণা করেন তিনি। এই তারকা জুটির জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর নামে দুই মেয়ে রয়েছে। সংবাদ সূত্র: টাইমস অব ইন্ডিয়া
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে।)