আথিয়া লিখেছেন, ‘‘আমাদের দু’জনের প্রার্থনার ফল খুব শিগগিরই আসছে, ২০২৫-এ।’’
Published : 09 Nov 2024, 02:09 PM
এক বছর আগে মেয়ের বিয়ে দিয়েছিলেন হিন্দি সিনেমার নব্বইয়ের অভিনেতা সুনীল শেঠি। বছর ঘুরে সুনীলের মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠি ও ক্রিকেটার কে এল রাহুলের সংসারে আসছে নতুন অতিথি।
আনন্দবাজার লিখেছে, সন্তান আগমনের খবর নিজেই দিয়েছেন আথিয়া।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘‘আমাদের দু’জনের প্রার্থনার ফল খুব শিগগিরই আসছে, ২০২৫-এ।’’
সঙ্গে দুটো ছোট্ট পায়ের ছবি দিয়েছেন আথিয়া।
আথিয়ার মা হওয়ার খবরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিনহা, বাণী কাপুর এষা গুপ্তের মত অভিনেত্রীরা।
মাস খানেক আগে সুনীলকে দাদু হওয়া নিয়ে প্রশ্ন করা হয়একটি শোয়ে । সেখানে উপস্থাপিকা ভারতী সিংহ মজার ছলে তাকে জিজ্ঞেস করেন, ‘‘দাদু হলে কেমন আচরণ করবেন আপনি? কারণ, আপনার মতো দাদু পাওয়া তো ভাগ্যের ব্যাপার।’’
উত্তরে সুনীল বলেন, ‘‘পরের সিজ়নে যখন আসব, তখন আমি দাদুর মতো হেঁটে দেখাব।’’
২০১৯ সালে এক বন্ধুর মাধ্যমে আলাপ রাহুল-আথিয়ার। তার পর প্রায় চার বছরের প্রেম। অবশেষে ২০২৩ সালে বিয়ে হয় তাদের। এ বার দুই থেকে তিন হতে চলেছেন এই দম্পতি।