“সেখানে গিয়ে অমিতাভ এমনভাবে হাঁটাচলা করছিলেন, যেন জুহুতে আছেন।“
Published : 17 Feb 2025, 03:34 PM
প্রাপ্তবয়স্কদের জন্য পানশালার অভাব নেই ব্যাংককে; সেগুলোর একটিতে ভারতীয় সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চনকে একবার নিয়ে যেতে হয়েছিল পরিচালক অপূর্ব লাখিয়াকে।
পিংকভিলা লিখেছে এক সাক্ষাৎকারে ফ্রাইডে টকিজের কাছে অমিতাভকে নিয়ে দুই দশক আগের সেই স্মৃতির ঝাঁপি খুলেছেন লাখিয়া। ওই সময়ে তারা ‘এক আজনবী’ সিনেমার শুটিংয়ের জন্য ছিলেন ব্যাংককে।
পরিচালকের ভাষ্য, অমিতাভের অনিদ্রাজনিত সমস্যা আছে, তার বেশিরভাগ রাত কাটে নির্ঘুম। শুটিংয়ের দিনগুলোয় সময় কাটাতে রাতে সিনেমা দেখার পরিকল্পনা করতেন অমিতাভ। একদিন রাতের ব্যাংকক ঘুরে দেখতে চান অমিতাভ।
লাখিয়া বলেন, “ আমি বললাম, স্যার পাটপং নামের রেডলাইট এলাকায় রাতে লাইভ শো থাকে। আপনাকে সেখানে নিয়ে গেলে হট্টগোল বেঁধে যাবে।“
কিন্তু অমিতাভ সেখানে যাওয়ার বিষয়ে তার সিদ্ধান্তে অটল ছিলেন।
“তিনি (অমিতাভ বচ্চন) বলেন আমরা যাবই, তখন আমি বলি, চলেন যাই।“
অভিনেতা অর্জুন রামপাল, বিক্রম চাটওয়াল, পেরিজাদ জোরাবিয়ান ও প্রযোজক বান্টি ওয়ালিয়াও তাদের সঙ্গে গিয়েছিলেন বলে জানিয়েছেন লাখিয়া।
'যাবার সময় হয়েছে', অমিতাভের পোস্ট ঘিরে কৌতূহল
তুলসী পাতার রস দিয়ে দিন শুরু অমিতাভের, ফিটনেস দিয়েছে 'প্রাণায়ম'
লাখিয়া ওই স্মৃতি তুলে ধরে বলেন, “অমিতাভজি আগে এমন কোনো জায়গায় গিয়ে কোনো শো দেখেননি। কিন্তু সেখানে গিয়ে তিনি এমনভাবে হাঁটাচলা করছিলেন, যেন জুহুতে আছেন।”
ওই লাইভ শোয়ে উপস্থিত ভারতীয়রা অমিতাভকে দেখে পাগল হয়ে গিয়েছিল।
শো দেখার পর অমিতাভের প্রতিক্রিয়া নিয়ে লাখিয়া বলেন, “তিনি বারবার বলছিলেন ‘মাইন্ড ব্লোয়িং’।
শো দেখে রাত তিনটার দিকে তারা হোটেলে ফিরে আসেন এবং পরদিন ভোর সাড়ে পাঁচটায় অমিতাভের শুটিং সেটে পৌঁছাতে দেরিও হয়নি বলে জানিয়েছেন লাখিয়া।
সংখ্যার হিসেবে বয়স ৮৩ হলেও কয়েক প্রজন্মের অভিনেতার সঙ্গে টক্কর দিয়ে কাজ করে চলেছেন অমিতাভ। এই বয়সেও শুটিংয়ে পৌঁছান সহকর্মীদের আগে, সিনেমার স্বার্থে ছোটখাট টিলা থেকে লাফ দেওয়া বা হিমালয় বাইতেও পিছপা নন তিনি।
গেল দুই বছরে শুটিং সেটে কয়েকবার গুরুতর আহত হলেও, সুস্থ হয়ে ফিরেছেন শুটিং ফ্লোরে। ক্লান্তিকে ধারকাছে ঘেঁষতে না দিয়ে বর্ষীয়ান অভিনেতা শরীর স্বাস্থ্যকে নিজের ‘বশে রেখেছেন’ ।
সর্বশেষ অমিতাভকে দেখা গেছে ‘ভেটাইয়ান’ সিনেমায়; টি জে জ্ঞানভেল পরিচালিত ওই সিনেমায় দক্ষিণের মহাতারকা রজনীকান্ত অভিনয় করেছেন।
আর ওই সিনেমা দিয়ে ৩৩ বছর পর একসঙ্গে পাওয়া গেছে অমিতাভ ও রজনীকান্তকে।
এছাড়া জনপ্রিয় গেইম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি' সঞ্চালনা করছেন তিনি।