মুম্বাইয়ে পাঞ্জাবি গানে মঞ্চ মাতালেন ব্রিটিশ শিরান

কনসার্টে আরমান মালিকের সঙ্গে শাহরুখ খানের সিগনেচার পোজ দিয়েও সবাইকে চমকে দেন শিরান।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2024, 06:33 AM
Updated : 18 March 2024, 06:33 AM

ভারত সফরে এসে শ্রোতা-দর্শকদের মন জয় করে নিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান।

বিবিসি লিখেছে, শনিবার রাতে মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে মাঠের কনসার্টে ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জে মঞ্চে ডেকে নেন শিরানকে। সামনের মাঠে তখন তিল ধারণের জায়গা নেই।

মঞ্চে ওঠার পর দুজনে একসঙ্গে গেয়ে ওঠেন পাঞ্জাবি গান। এবং বড়সর ভুলভাল ছাড়াই দাপটে গিটার বাজিয়ে ‘লাভার’ গেয়ে তাক লাগিয়ে দেন শিরান।

‘লাভার’ দোসাঞ্জের দারুণ জনপ্রিয় পাঞ্জাবি গান।

কনসার্টে আরেক শিল্পী আরমান মালিকের সঙ্গে বলিউড তারকা শাহরুখ খানের সিগনেচার পোজ দিয়েও সবাইকে চমকে দেন শিরান।

মুম্বাইবাসীদের কয়েকজন শিরানের প্রশংসায় সোশাল মিডিয়া ভাসিয়েছেন।

একজন লিখেছেন, “এই কনসার্টটি দেখা প্রয়োজন ছিল।“

আরেকজনের মন্তব্য, “চোখের সামনে ইতিহাস গড়তে দেখলাম”

“শিরানের পাঞ্জাবী উচ্চারণ নিখুঁত”, বলেছেন আরও একজন।

দিলজিৎ দোসাঞ্জে এবং শিরান দুজনেই তাদের পারফর্মেন্সের ভিডিও ক্লিপ সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। দোসাঞ্জে লিখেছেন, “দুই ভাই প্রথমবার একসঙ্গে পাঞ্জাবি গাইছেন।“

শিরান সোশাল মিডিয়ায় লিখেছেন, “প্রথমবার পাঞ্জাবি গাইলাম। ভারতে দুর্দান্ত সময় কাটাচ্ছি।“

শিরান আশা করছেন, এমন ভালো সময় সহজে শেষ হয়ে যাবে না।

কনসার্টের আগে শাহরুখ খানের বাসভবন ‘মান্নাত’ এ গিয়ে নিমন্ত্রণ রক্ষা করেছেন শিরান। সেখানেও তাকে গিটার বাজিয়ে গাইতে হয়েছে।

মান্নাতে কেবল গানবাজনাই নয়, একটি ভিডিওতে দেখা গেছে, শাহরুখ দুহাত দুদিকে প্রসারিত করে তার বিখ্যাত রোমান্টিক পোজটি শেখাচ্ছেন শিরানকে।

এই কনসার্টটি শিরানের এশিয়া এবং ইউরোপ সফরের অংশ। এর আগে ১০১৭ সালেও একবার ভারত ঘুরে যান শিরান।