৪৯ টাকা খরচ করে বঙ্গতে সাবস্ক্রিপশন করে এই সিনেমাগুলো দেখা যাবে।
Published : 09 Feb 2025, 10:04 AM
হলিউডের কয়েকটি আলোচিত সিনেমা দেখা যাবে দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।
'ভেনম: দ্য লাস্ট ড্যান্স', 'টুয়েন্টি ওয়ান জাম্প স্ট্রিট', 'ব্যাড বয়েজ', 'মেন ইন ব্ল্যাক', 'এঞ্জেলস এন্ড ডিমনস', ' ক্লাউডি উইথ এ চ্যান্স অফ মিটবলস', 'বেবি ড্রাইভার', 'ইনসিডিয়াস চ্যাপ্টার থ্রির' মত হলিউডের ব্লকবাস্টার সিনেমাগুলো শিগগিরই মুক্তি পাবে ওটিটির এই প্ল্যাটফর্মে।
৪৯ টাকা খরচ করে বঙ্গতে সাবস্ক্রিপশন করে এই সিনেমাগুলো দেখা যাবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
এক বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, বঙ্গ ও সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে বাংলাদেশের দর্শকদের জন্য হলিউডের অ্যাকশন, কমেডি, অ্যাডভেঞ্চার, রোম্যান্স, ও অ্যানিমেটেড সিনেমাগুলো দেখানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্বের আলোচিত কিছু সিনেমার সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতেই তাদের এই উদ্যোগ বলেও জানিয়েছে বঙ্গ।